আমেরিকার একটি বিস্ময়কর জায়গা যা এখনো রহস্যময় - Area 51, (এরিয়া-৫১)



Area 51,   (এরিয়া-৫১) 
 সংগ্রহে- প্রশান্ত




 এরিয়া ৫১

আমেরিকার  একটি এমন জায়গা যেটি সারাবিশ্বের কাছে  এখনও অজানা রয়ে গেছে। যদিও আমেরিকার এটি একটি সামরিক ঘাটি বলা যায়। তবুও এই যায়গাটিকে নিয়ে মানুষের মধ্যে রহস্য কথা, জল্পনা কল্পনা  রয়ে গেছে। যেটি আজও এক অবাক করা এবং রহস্য ঘেরা জায়গায় হিসাবে পরিচিত। মজার বিষয় হচ্ছে  মার্কিন সরকার ২০১৩ সালের  আগে পর্যন্ত এই অঞ্চলটি অস্তিত্ব স্বীকার করে নাই। 

এরিয়া ৫১ আমেরিকার পশ্চিম অঞ্চল নেভিতা মরুভূমির মধ্যে বিছিন্ন একটি  বেইস। যদিও এটি একটি ছোট জায়গা তবুও এটিকে নিয়ে বিশ্বে মানুষের কাছে রয়েছে নানা রকম জল্পনা কল্পনা । এই এরিয়া ৫১ এর সাথে সবচেয়ে যে বিষয়টি সম্পৃক্ত তা হলো  Unidentified Flying object ( UFO)
এছাড়াও অনেক প্রত্যক্ষ্যদর্শী বলেছে এই এলাকার উপর দিয়ে  ইউএফও  এয়ার ত্রাফ্ট উড়তে দেখতে পাওয়া গেছে। এই সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা বেষ্টনি ঘেরা এলাকা থেকে অন্য ধরনের শব্দ শুনতে পাওয়া গেছে বলে জানা যায়। 
তাছাড়া জানা গেছে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র  এলিয়ার প্রযুক্তি নিয়ে গবেষনা করে বলে জানা যায় ।  স্নায়ু যুদ্ধে এই অঞ্চলের ভূমিকা অনেক ,বলা যায় আমেরিকার সকল প্রকার প্রযুক্তিগত যুদ্ধ এবং আবিষ্কার সবগুলো এখান থেকে পরিচালিত হয়ে আসছে। বিভিন্ন যুদ্ধ বিমান পরিক্ষা নিরীক্ষা পরিচালনা এখান থেকে হয়ে আসছে।  

এই অঞ্চলটি ২৪ ঘন্টা সার্বক্ষণিক আর্ম বা নিরাপত্তা প্রহরী দ্বারা কঠোর ভাবে  পরিচালিত। এই নিরাপত্তা এতই কঠোর যে কোন ভাবে তা এড়িয়ে যাওয়া যাবে না। সাধারন মানুষের যাওয়া এখানে অসম্ভব বলা যায়। শুধু হাতে গোনা নিদিষ্ট কিছু  সংখ্যক লোকেই  এর ভিতরে প্রবেশ করতে পারে । যদিও তাদের সর্ম্পূন্ন এলাকা দেখার তেমন কোন সুযোগ থাকে না। 





অনেকের ধারনা  এখানে নাকি এলিয়ান বসবাস করে । যদিও ১৯৪৭ সালের রজওলে ভূ-পতিত হওয়া ইউএফও নিয়ে এই বিশ্বাস মানুষের মধ্যে দানা  বেধে উঠে। মনে  করা হয় এখানে ভূ-পতিত ইউএফও থেকে কিছু এলিয়ান জীবিত আছে যা এখন এই এরিয়া ৫১ এ বসবাস করে এবং তাদের দিয়ে অনেক প্রযুক্তি আবিষ্কার করে আসছে আমেরিকা। আমেরিকার দ্রুত প্রযুক্তি আবিষ্কার এর পেছনে এই অঞ্চলের ভুমিকা অনেক আছে বলে মনে করা হয়। 

এলিয়েন গুলো অনেক বুদ্ধি আছে বলে মনে করা হয় অর্থ্যৎ সুপার মুদ্ধিমত্তা যা মানুষের বুদ্ধির চেয়ে কয়েক গুন বেশি। এই কারনে তাদের  প্রযুক্তি অনেক এগিয়ে । 

যদিও মানুষের মধ্যে এই এরিয়া ৫১ সমন্ধে অনেক ধারনা রয়েছে সেগুলো অস্থিত্বহীন বলে উড়ে দেওয়া যায় না। 


Post a Comment

0 Comments